• Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
ঢাকার সায়দাবাদ ওয়াটার ট্রিটমেইন্ট প্লান্টে মাছ চাষ বন্ধে ৭ দফা নির্দেশনা দিয়ে রুল এ্যাবসলিউড ক

১৩.৭.১১ তারিখে “ওয়াসার লেগুনের বিষাক্ত মাছ খাচ্ছে ঢাকার মানুষ” সংক্রাক্ত রিপোর্ট মিডিয়ায় প্রচারিত হলে জনস্বার্থে ’হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংদেশ”( ঐজচই) রীট দায়েরের করলে ১৪.১১.১১ তারিখে হাইকোর্ট রুল জারি করে কমিশন গঠন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। শুনানী শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি মোঃ আশরাফুল কামাল এর আদালত আজ রুল এ্যাবসলিউড করে ৭ দফা নির্দেশনা দিয়েছেন লেগুনে মাছ চাষ করার জন্য ।

শুনানীতে বাদী পক্ষের কৌশুলি এডভোকেট মনজিল মোরসেদ বলেন লেগুনে মাছ চাষ করনে বিষাক্ত হয় এবং উক্ত মাছ অসাধু ব্যাবসায়িরা বাজারে বিক্রি করায় জনসাধারন ক্রয় করে খাবার পরে মারাতœক স্বাস্থ্য ঝুকিতে পরেন। এমনকি ক্যান্সার, কিডনি নষ্ট সহ অনেক জটিল রোগ হয়, তিনি বলেন এরকম মাছচাষ বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা না হলে জনস্বাস্থ্য মারাতœক হুমকির মধ্যে পরবে। এমনকি ওয়াসা কতৃক দাখিলকৃত প্রতিবেদনে এর সত্যতা স্বীকার করা হয়েছে।

আদালত যে সকল নির্দেশনা দেন তা হল :-
(১) আগামী ২ বছরের মধ্য লেগুন এলাকার চর্তুদিকে সীমানা দেয়াল নির্মান ২) প্রতি ২ মাস পরপর ম্যাজিষ্ট্রেট, মস্য বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা এবং মিডিয়ার উপস্থিতিতে ঔষধ প্রয়োগ করে লেগুনের সকল মাছ ধংস করা ৩) সায়দাবাদ এর লেগুনার পুরো এলাকায় তদারকি করার জন্য প্রয়োজনীয় সংখক আনসার ও নিরাপত্তা, প্রহরী নিয়োগ করা ৪) বিবাদী নং ৮, ১৪-১৮ কে লেগুন এলাকায় রাত্রিকালিন টহল জোরদার করার ব্যবস্থা গ্রহন করতে হবে ৫) বিবাদী সম্পুর্ন লেগুন এলাকায় প্রয়োজনীয় সংক্ষক সাইনবোর্ড স্থাপন করবেন যেখানে উল্লেখ থাকবে যে , এ মাছ বিষাক্ত, ক্ষতিকর এবং এবং মাছ চাষ ও ধরা শাস্তি যোগ্য অপরাধ ৬) বিবাদী ওয়াসা লেগুন এলাকায় প্রয়োজনীয় সংস্কার ও সংরক্ষেনের কাজ করবেন ৭) লেগুন এলাকার জনপ্রতিনিধি বিবাদী ১২-২১ চেয়ারম্যান নাগরিক কমিটি গঠন করে মাছ চাষ বন্ধে ব্যবস্থা নিবেন এবং ওয়াসাকে মাছ চাষ বন্ধে সহযোগীতা করবেন।

বাদীরা হলেন এডভোকেট মনজিল মোরসেদ, আসাদুজ্জামান সিদ্দিকী, একলাছ উদ্দিন ভুইয়া। বিবাদীরা হলেন LGRD সচিব ,স্বাস্থ্য সচিব ,ওয়াসার চেয়ারম্যান ও MD, মৎস সচিব, মেয়র DSCS, চীফ এ্যাস্কিউটিভ DSCC, পুলিশ কমিশনার, OC নারায়নগঞ্জ সদর, ফতুল্লা ,সিদ্দিরগঞ্জ,ডেমরা,কদমতলি সহ মোট ২১ জন।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মনজিল মোরসেদ।ওয়াসা পক্ষে এডভোকেট কামরুন্নেছা ,সিটি কর্পোরেসন এর পক্ষে এডভোকেট জাহানারা শিলা।

বার্তা প্রেরক-
মনজিল মোরসেদ এডভোকেট।