• Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
ঢাকায় ধলেশ্বরী নদীর তীর দখল করে “দ্বীন ফার্নিচার কারখানার” স্থাপন অপসারনে আর কোন বাধা নেই।

ঢাকায় ধলেশ্বরী নদীর তীর দখল করে “দ্বীন ফার্নিচার কারখানার” স্থাপন অপসারনে আর কোন বাধা নেই।

ঢাকায় ধলেশ্বরী নদীর তীরে দ্বীন ফার্নিচারের অবৈধ স্থাপনা অপসারনের হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে শামসুল হক কর্তৃক দায়েরকৃত আপিল খারিজ করে রায় দিয়েছেন আপিল বিভাগ। গত ১৬.০৬.১৬ তারিখে শুনানী শেষে রায় এর জন্য তারিখ নির্ধারিত ছিল । আজ প্রধান বিচারপতি এস,কে, সিনহা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি মির্জা হোসেইন হায়দার এর আদালত আজ দ্বীন ফার্নিচারের আপিল আবেদন খারিজ করে রায় দেন।

গত ২৩.১১.১৫ তারিখে নদী দখল করে স্থাপনা তৈরীর সংবাদ প্রচার হলে জনস্বাথে HRPB একটি রীট পিটিশন দায়ের করলে হাইকোর্ট ০৩.০১.১৬ তারিখে রুল জারি কওে একটি টিম গঠন করে জরিপ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তারপর প্রশাসন ৩ সদস্য টিম গঠন করে জরিপ করে ০৮.০৫.১৬ তারিখে আদালতে প্রতিবেদন দাখিল করে দ্বীন ফার্নিচার এর অবৈধ স্থাপনার প্রতিবেদন দাখিল করে রিপোর্ট দিয়ে উল্লেখ করা হয় যে, নদী জরিপ করে যে সিমানা পিলার স্থাপন করা হয় তার ১১ ও ১২ এর মাঝে ৯০′ ী ১৫০′ বঃ ফুট অবৈধ ভাবে দখল করে স্থাপনা তৈরী করা হয়। শুনানী শেষে হাইকোর্ট ২৫.০৫.১৬ তারিখে স্থাপনা ৩০ দিনের মধ্যে অপসারনের নির্দেশ দেন। উক্ত আদেশের বিরুদ্ধে দ্বীন ফার্নিচার আপিল করলে হাইকোটের আদেশ চেম্বার জজ স্থগিত করে শুনানীর জন্য কোর্টে প্রেরন করেন।

শুনানীতে HRPB পক্ষের কৌশলি এডভোকেট মনজিল মোরসেদ বলেন নদীর জায়গা দখল করে স্থাপনা তৈরী পরিবেশ আইন, জলধার আইন ও পানি আইনসহ সংবিধানের অনুচ্ছেদ ১৫(ক) এর সুস্পষ্ট লংঘন। জরিপ এর মাধ্যমে অবৈধ স্থাপনার প্রমান মিলেছে সুতরাং তাদের পক্ষে কোন আদেশ পেতে পারেন না। চেম্বার জজের স্থগিত আদেশ বাতিল করার আবেদন পত্র উপস্থাপন করে এডভোকেট মনজিল মোরসেদ বলেন এটা বহাল থাকলে নদী রক্ষায় প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।

রীট পিটিশনার হলেন এডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী। বিবাদীরা হল, ভূমি,LGRD সচিব, BIWTA চেয়ারম্যান, DC ঢাকাসহ মোট ১২ জন।

HRPB পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মনজিল মোরসেদ। দ্বীন ফার্নিচার আপিলকারীর পক্ষে ছিলেন এডভোকেট ফিদা এম কামাল, এডভোকেট মোঃ আব্দুল হান্নান।

HRPB ডেস্ক
তারিখঃ ১২/০৭/২০১৬ ইং