Condolance meeting of former HRPB secretray Advocate Asaduzzaman Siddique
“প্রেস বিজ্ঞপ্তি”
হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (HRPB)-এর প্রাক্তন সেক্রেটারি মরহুম আসাদুজ্জামান সিদ্দিকী-এর শোক সভায় আইনজীবিরা স্মরণ করেন তাঁকে।
গতকাল সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন ভবনে শহীদ এ.কে.এম. সিদ্দিক হলে (হল নং-২) বিকাল ৪.০০ ঘটিকায় হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (HRPB)-এর প্রাক্তন সেক্রেটারি মরহুম আসাদুজ্জামান সিদ্দিকী-এর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (HRPB)-এর পক্ষ থেকে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
HRPB-এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ নিজামুল হক। সভা পরিচালনা করেন অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া।
সভায় আরোও বক্তব্য রাখেন সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন প্রেসিডেন্ট অ্যাডভোকেট এ.এম আমিন উদ্দিন, সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন এর প্রাক্তন সভাপতি অ্যাডভোকটে আলহাজ¦ জয়নুল আবেদীন, HRPB—এর সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ ছারওয়ার আহাদ চৈাধুরী, অ্যাডভোকেট খোরশেদ আলম, অ্যাডভোকেট শাহিন আরা লাইলি, অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম, অ্যাডভোকেট ইমরুল কাউসার এবং অ্যাডভোকেট ইকবাল করিম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ খুরশিদ আলম এবং সুলতানা আখতার প্রমূখ।
প্রধান অথিতির বক্তব্যে বিচারপতি মোঃ নিজামুল হক বলেন, HRPB-জনস্বার্থে বিভিন্ন মামলা দায়ের করে সকলের নিকট গ্রহণযোগ্যতা পেয়েছে। সংগঠনের সাথে জরিত থেকে আসাদুজ্জামান সিদ্দিকী অনেক অবদান রেখেছেন, তা ভোলার মত নয়। সুপ্রীম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট এ.এম আমিন উদ্দিন, তার বক্তব্যে আসাদুজ্জামান সিদ্দিকীর কর্মময় জীবন আলোচনা করে বলেন, তিনি ছিলেন সকলের নিকট গ্রহনযোগ্য। সুপ্রীম কোর্ট বারের প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, HRPB-করা বিভিন্ন জনস্বার্থের মামলায় অ্যাডভোকেট আসাদুজ্জামানকে সবসময় আদালতে মনজিল মোরসেদ এর সাথে সহযোগী হিসেবে দেখা যেত, কিন্তু এখন আর দেখা যায় না। অন্যান্য বক্তারাও অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকীর বিভিন্ন কর্মকান্ডের উপর স্মৃতিচারণ করেন এবং তার জন্য দোয়া করেন।
সভাপতির বক্তব্যে HRPB-এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, সংগঠন তার প্রাক্তন সেক্রেটারিকে হারিয়ে তার শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে চলছে। সংগঠনের পক্ষ থেকে প্রাক্তন সেক্রেটারির বিভিন্ন অবদান সম্পর্কে আলোচনা করে তিনি বলেন, অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী তার কর্মকান্ডের মাধ্যমে দীর্ঘদিন বেঁচে থাকবেন।
সভায় অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে মোনাজাত করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
বার্তা প্রেরক
HRPB ডেস্ক
তারিখঃ ১৯.০২.২০২০ ইং