ঢাকা শহরের বাসাবাড়ীতে সরবরাহকৃত গ্যাসের প্রেসার সঠিকভাবে অব্যহত রাখতে নির্দেশনা দিয়ে রুল নিস্
গত ০১.০১.১১ তারিখে ঢাকার বাসাবাড়িতে গ্যাস সরবরাহে প্রেসার কম থাকায় যাত্রাবাড়ীতে মানুষ ভোগান্তিতে আছে মর্মে মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে জনস্বার্থে ’’হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ (HRPB)ÕÕ একটি রীট দায়ের করে ঢাকায় গ্যাসের প্রেসার বৃদ্ধির জন্য ভৈরবের আশুগঞ্জে ঈড়সঢ়ৎবংংড়ৎ স্থাপনের নির্দেশনা চান। আদালত ১৩.০৩.১১ তারিখে রুল জারি করে ভৈরবের আশুগঞ্জে কেন কম্প্রেসার স্থাপনের নির্দেশ দেয়া হবে না তা জানতে চান। মামলাটি শুনানীতে আসলে তিতাস গ্যাস এর পক্ষে জবাব দাখিল করে ভৈরবের আশুগঞ্জে Compressor স্থাপন করে ঢাকায় গ্যাস এর প্রেসার বৃদ্ধি করা হয়েছে মর্মে আদালতে এভিডেভিট দাখিল করা হয় । বাদী পক্ষের কৌশুলি এডভোকেট মনজিল মোরসেদ আদালতে শুনানীতে বলেন যে, ইতমধ্যে Compressor ঈড়সঢ়ৎবংংড়ৎস্থাপন হওয়ায় যে সুবিধা সৃষ্টি হয়েছে তা অব্যহত রাখার নির্দেশনা দিয়ে রায় দেয়া হলে জনগন উপকৃত হবে।
আজ শুনানী শেষে বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি এস,এইচ মোঃ নুরুল হুদা জায়গীরদার রুল নিস্পত্তি করে সরকারকে ঢাকা শহরে বাসাবাড়ীতে গ্যাসের প্রেসার সঠিক ভাবে অব্যাহত রাখতে নির্দেশ দেন।
বাদীরা হলেন এডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী, মোঃ ছারওয়ার অহাদ চৌধুরি,এখলাছ উদ্দিন ভ’ইয়া,মাহবুবুর রহমান লোদী ,শেখ আতিয়ার রহমান এবং মোঃ মামুন আলীম। বিবাদীরা হলেন সচিব, জালানী ও খনিজ সম্পদ, অর্থ, পরিকল্পনা, চেয়ারম্যান পেট্রো বাংলা, M.D. তিতাস গ্যাস ট্রান্সমিশন CO লিঃ, এমডি, তিতাস গ্যাস, এমডি ,পেট্রোলিয়াম কর্পোরেশন, D.G. ভোক্তা অধিকার পরিদপ্তর।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মনজিল মোরসেদ। তিতাস গ্যাসের পক্ষে ছিলেন ডঃ কাজী আখতার হামিদ।
বার্তা প্রেরক-
HRPB ডেস্ক।