ধানমন্ডি আবাসিক এলাকায় রায় অমান্য করে ব্যবসা পরিচালনা করায় ৪ রেস্টুরেন্ট এর মালিকের বিরুদ্ধে ...
ধানমন্ডি আবাসিক এলাকায় রায় অমান্য করে ব্যবসা পরিচালনা করায় ৪ রেস্টুরেন্ট এর মালিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি
ধানমন্ডি আবাসিক এলাকার আবাসিক বৈশিষ্ট সংরক্ষনে জনস্বার্থের মামলায় দেয়া ১১.০৬.২০১২ তারিখের রায় অমান্য করে ধানমন্ডি ৩নং রোডে ব্যবসায়িক প্রতিষ্ঠান Soi Three, Bittersweet, Fork Knife নামক রেস্টুরেন্ট পরিচালনা করায় মিসেস বুসরা, রুখসানা বেগম, সেগুফতা হাসান, শাহ জামাল নামক ৪ ট্রেড লাইসেন্স ধারি ব্যক্তির বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করা হয়েছে। আজ শুনানী শেষে বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাস এর আদালত বিবাদীদের প্রতি ৪ সপ্তাহের রুল জারি করে আদালতের রায় অমান্য করায় কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা গ্রহন করা হবেনা তা জানাতে বলেছেন।
শুনানীতে বাদি পক্ষের কৌশুলি এডভোকেট মনজিল মোরসেদ বলেন ধানমন্ডি আবাসিক এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকার কারণে সেখানে বসবাসকারীদের স্বাভাবিক জীবন যাত্রা বিভিনড়বভাবে বিঘিড়বত হচ্ছে। ২০১২ সালে মহামান্য হাইকোর্ট এক জনস্বার্থের মামলায় আবাসিক এলাকা হতে ব্যবসায়িক প্রতিষ্ঠান অতি সত্বর অপসারনের নির্দেশনা দেন। উক্ত নির্দেশনা অমান্য করে ব্যবসায়িক প্রতিষ্ঠান চলছে। এমনকি গত ০১.০১.২০১৭ তারিখে আইনি নোটিশ পাঠিয়ে তাদেরকে প্রতিষ্ঠান সরানোর অনুরোধ করা হলেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। গতকাল আদালত অবমাননার পিটিশনটি দায়ের করা হলে আজ শুনানী শেষে মহামান্য হ্ইাকোর্ট ৪ জন রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে রুল জারি করেন।
বার্তা প্রেরক
HRPB ডেস্ক
এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
তারিখঃ ০৬.০৬.২০১৭