হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ ( এইচ আর পি বি) এর ওয়েব সাইট উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে
হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ ( এইচ আর পি বি) এর ওয়েব
\r\nসাইট উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ভাষণঃ
\r\n
\r\nবাংলাদেশের প্রধান বিচারপতি
\r\nমাননীয় বিচারপতি জনাব মোঃ মোজাম্মেল হোসেন।
\r\n
\r\nবুধবার,১২ ফেব্রুয়ারী ২০১৪ খ্রীঃ, সময় দুপুর ১.৩০ মিনিট স্
\r\nথানঃ সুপ্রীম কোর্ট বার অডিটরিয়াম
\r\n
\r\n
\r\nসন্মানিত সভাপতি,
\r\nবিজ্ঞ আইনজীবীবৃন্দ,
\r\nহিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ (এইচ আর পি বি)
\r\nএর কর্মকর্তাবৃন্দ,
\r\nসুধীমন্ডলী,
\r\nআসসালামু আলাইকুম..........।
\r\n
বাংলাদেশে আইনের শাষণ ও মানবাধিকার সমুন্নত রাখতে জনস্বার্থ মামলার ( Public interest litigation ) গুরুত্ব অপরিসীম। জনস্বার্থ মামলার মাধ্যমে আইনের শাষণ ও মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষনে হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ (এইচ আর পি বি) এর সুদৃঢ় ভুমিকা রাখায় তাদের কাজ দেশে ও দেশের বাইরে প্রশংসিত হয়েছে। এ কারনে আমি হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ (এইচ আর পি বি) এর সভাপতি ও সাধারন সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।
\r\n
\r\nসুশীল সমাজের সংগঠন হিসাবে হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ (এইচ আর পি বি) নিপীড়িত বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠাসহ পরিবেশগত ন্যায় বিচার নিশ্চিত করণের মতো অতি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে সদাা জাগ্রত প্রহরীর ন্যায় সর্বত্র সর্বদা নিজেদের নিয়োজিত রাখতে সক্ষম হয়েছে। বিশেষ করে যখনই বিচারের বাণী নিভৃতে কাঁদে তখনই ন্যায় বিচারের দাবী নিয়ে হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ (এইচ আর পি বি) আদালতের দ্বারস্ত হয়েছে এবং জনমানুষ তথা নিঃস্ব-নিপিড়ীত মানুষের পাশে দাড়িয়েছে। হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ (এইচ আর পি বি) এই ভুমিকা তাকে একটি প্রতিনিধিত্বশীল মানবাধিকার সংগঠন হিসেবে সমাসীন করেছে।
\r\n
\r\nসর্বপরি প্রশাসন বিচার বিভাগসহ সর্বস্তরে গতিশীলতা আনয়ন এবং স্বচ্চতা, জবাবদিহীতা নিশ্চিত করার মাধ্যমে একটি কল্যানকামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচারের নিশ্চয়তা বিধানের সাংবিধানিক অঙ্গীকার বাস্তবায়নে দৃঢ়তার সাথে হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ (এইচ আর পি বি) তার বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম এবং কর্মসূচী অব্যাহত রাখবে বলে আমি আশাবাদ প্রত্যাশা করি।
\r\n
\r\nবর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। শিল্প, সাহিত্য, আইন, বিচারপ্রশাসনসহ সমাজের সর্বস্তরে আজ তথ্য-প্রযুক্তির প্রভ’ত সমুন্নতি বিরাজমান। তথ্য-প্রযুক্তির এই অগ্রসরতার সাথে সংগতি রেখে হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ (এইচ আর পি বি) এর আইনের শাসন ও মানবাধিকার সংরক্ষন সংক্রান্ত কার্যক্রম ও সেবার তথ্য সম্বলিত ওয়েবসাইট চালু করায় তাদের কার্যক্রম আরো গতিশীল ও যুগোপযোগী হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। তবে ওয়েবসইটটি যদি ইংরেজীর সাথে সাথে বাংলা ভার্সন চালু করা যায় তাহলে এ থেকে সাধারন মানুষ আরো বেশী তথ্য জানতে পারবে এবং মানবাধিকার সচেতন হবে। বিশেষ করে যোগাযোগের ঠিকানা ও সংগঠনের সেবা সম্পর্কিত তথ্যাদি ( Public Interest Litigation, Legal Aid, Conciliation, Mediation and Arbitration সম্পর্কিত তথ্যাদি) যদি ইংরেজীর পাশাপাশি বাংলায় দেওয়া সম্ভব হয়, তবে আরো বেশী মানুষ এই ওয়েব সাইটটি দ্বারা উপকৃত হবে। এই ওয়েব সাইটটিতে প্রকাশিত মানবাধিকার, পরিবেশ সংরক্ষন, জনস্বাস্থ্য সম্পর্কিত বাংলাদেশ সুপ্রীমকোর্টের Judgments সমূহ আইনজীবিদের জন্য যেমন গুরুত্বপূর্ণ আইনগত তথ্যসূত্র নির্দেশ করবে, তেমনি এর দ্বারা এ বিষয়সমূহে প্রয়োজনীয় জনসচেতনতা তৈরীতে সহায়ক হবে। তৎসত্ত্বেও ওয়েবসাইটটি প্রয়োজনীয় তথ্যপূর্ণ ও এর গুরুত্বপূর্ণ ব্যবহার উপযোগিতা রয়েছে বলে আমি বিশ্বাস করি।
\r\n
\r\nআমাকে এই অনুষ্ঠানে আমস্ত্রণ জানানোয় হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ (এইচ আর পি বি) এর সভাপতি, সম্পাদক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ (এইচ আর পি বি) এর সফলতা কামনা করছি।
\r\n
\r\nআপনাদের সকলকে ধন্যবাদ।