HRPB President Advoacte Manzill Murshid asked to form a Tribunal to solve NRB people problem
যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (HRPB) এর মত বিনিময় সভায় প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের লক্ষে বিশেষ ট্রাইবুনাল গঠনের দাবী করেছেন সংগঠনের প্রেসিডেন্ট এডভোকেট মনজিল মোরসেদ
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
গত ০৭ অক্টোবর’২০২১ তারিখে নিউইয়র্কের জ্যকসন হাইডের বাংলাদেশ প্লাজায় মানবাধিকার ও পরিবেশবাদি সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (HRPB) যুক্তরাষ্ট্র শাখা কর্তৃক প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবী-দাওয়া নিয়ে এক মতবিনিময় সভা ঐজচই নিউইয়র্ক শাখার সভাপতি এডভোকেট মোহাম্মদ আলি বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এইচআরপিবি এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট এডভোকেট মনজিল মোরসেদ। তিনি বলেন বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রনে বিচার দ্রুত সম্পন্ন করার জন্য যেভাবে বিশেষ ট্রাইবুনাল গঠন করা হয়েছে তেমনিভাবে প্রবাসিদের সম্পত্তি রক্ষা সহ অন্যান্য সমষ্যা দ্রুত সমাধানের জন্য ট্রাইবুনাল গঠন করার আহবান জানান তিনি। এডভোকেট মোরসেদ আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী সহ সরকারের উচ্চ পর্যায়ের অনেকেই প্রবাসীদের সমস্য সম্পর্কে অবগত হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সমস্যা সমাধানে তেমন অগ্রগতি নেই। এমনকি পুলিশের প্রবাসি সেল যথাযথ ভুমিকা পালনে ব্যার্থ হয়েছে। তিনি বলেন প্রবাসিদের বর্তমান সমস্যাগুলো সমাধান না করলে দেশের বাহিরে থাকা ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে যার প্রভাব অর্থনীতিতে পরবে। তিনি প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের প্রবাসিদের সমস্যা সমাধানে আন্তরিক হবার অনুরোধ করেন। তিনি আরও বলেন দাবি আদায় করতে হলে প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে সমস্যা সমাধানে সোচ্চার হতে হবে।
মত বিনিময় সভা পরিচালনা করেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (HRPB) যুক্তরাষ্ট্র শাখার সহ সভাপতি এডভোকেট ম জাকির মিয়া। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা জজ (অবঃ) মুনির হোসাইন পাটোয়ারি, জেলা জজ (অবঃ) জাহাংগির হোসেন, এ্যাটর্নি খাইরুল বাসার, এডভোকেট আবদুর রশিদ, এডভোকেট সাইদ মাইনউদ্দিন, এডভোকেট নুর ফাতেমা, মুক্তিযোদ্বা অলতাফ হোসেন, মোবারক হোসেইন, এডভোকেট সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, মাহবুবুর রহমান চৌধুরি, এম রহমান কিবরিয়া প্রমুখ।
সভায় বিভিন্ন প্রবাসী ভুক্তভুগিরা দেশে তাদের অধিকার বঞ্চনার ঘটনা বর্ননা করেন ও প্রতিকার দাবী করেন।
সভা শেষে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (HRPB) নিউইয়র্ক শাখার নুতন কমিটি গঠন করা হয় যেখানে সভাপতি হলেন এডভোকেট ম জাকির মিয়া। সহ সভাপতি আবদুল হাই কাইয়ুম, সাধারন সম্পাদক এম রহমান কিবরিয়া, সহ সাধারন সম্পাদক আব্দুল মোমিন প্রধান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইদ মাইনউদ্দিন, প্রচার সম্পাদক এডভোকেট আবদুর রশিদ, আইন সম্পাদক এডভোকেট আলম, কোষাধ্যক্ষ আখতারুর রহমান এবং কার্যকরি সদস্য এডভোকেট আসলাম খান, এরডভোকেট শাহ ফরিদ, মুহম্মদ এ রহমান, তোফায়েল আহমেদ চৌধুরি, শাহান মজুমদার, ফারুক মাহমুদ চৌধুরি, মনিজা রহমান, এডভোকেট নুর ফাতেমা, এডভোকেট রেদওয়ান রাজ্জাক এবং রিনা আবেদিন।
উপদেষ্টারা হলেন- এডভোকেট মোহাম্মদ আলি বাবুল, এ্যাটর্নি অশোক কে কর্মকার, এ্যাটর্নি খাইরুল বাসার, এডভোকেট সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, এডভোকেট কাজী শামসুদ্দোহা, এডভোকেট মুজিবর রহমান, মাহবুবুর রহমান চৌধুরি, মোঃ শহিদুজ্জামান।
বার্তা প্রেরক
HRPB ডেস্ক