Represntation by HRPB submitted to RAB head quarter on 03.05.14 demanding seven points
অপহরন, হত্যা ও গুম সংক্রান্ত নিকৃষ্ট অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে কার্য্যকরি ব্যবস্থা গ্রহণ এবং অপরাধীদের গ্রেফতারের দাবীতে HRPB এর পক্ষে স্বারকলিপি:-
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
বরাবর,
ডাইরেক্টর জেনারেল
র্যাপিড এ্যকসন ব্যটালিয়ান (র্যাব)
প্রধান কার্য্যালয়, উত্তরা, ঢাকা।
এবং
অতিঃ ডাইরেক্টর জেনারেল
র্যাপিড এ্যকসন ব্যটালিয়ান (র্যাব)
প্রধান কার্য্যালয়, উত্তরা, ঢাকা।
জনাব,
Human Rights And Peace For Bangladesh (HRPB) সংগঠনটি দেশের নাগরিকদের সাংবিধানিক, মৌলিক অধিকার ও মানবাধিকার নিয়ে কাজ করছে। বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে অপহরন, হত্যা ও গুম সংক্রান্ত নিকৃষ্ট অপরাধের ঘটনা ঘটছ্ এবং কিছু কিছু ক্ষেত্রে অপরাধীদের গ্রেফতার বা আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে হচ্ছে না যার কারনে আমরা সকলে উদ্বিগ্ন। বংলা ভাইকে গ্রেফতার, রানা প্লাজার মালিককে গ্রেফতার সহ অসংখ্য জংগিবাদীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে আপনাদের প্রতিষ্ঠানটি (র্যাব) জনগনের মাঝে আস্থা অর্জন করেছে । দুএকটি ব্যর্থতা যেমন সাগর রুনি হত্যা মামলা ব্যতিত অনেক ক্ষেত্রেই আপনারা অপরাধীদের মনে ভিতির সঞ্চার করতে পেরেছেন। যার ফলশ্রুতিত ঘনবসতি এ দেশের মানুষের মাঝে অনেক প্রতিকুলতার মাঝেও আশার সঞ্চ্র হয়েছ।
কিন্তু ইদানিংকালে দেশের বিভিন্ন জায়গায় অপহরন, হত্যা ও গুম সংক্রান্ত নিকৃষ্ট অপরাধ সংগঠিত হলেও র্যাবের পক্ষ থেকে জড়িতদের বিরুদ্ধে কার্য্যকরি ব্যবস্থা গ্রহণ এবং অপরাধীদের গ্রেফতারে সাফল্য না থাকায় জনমনে হতাশা বিরাজ করছে। মানুষের আশা আকাংখা অব্যাহত রাখতে এবং হতাশা কাটাতে র্যাবের পক্ষ থেকে আরও কার্য্যকরি ও বাস্তব সন্মত পদক্ষেপ গ্রহনের জন্য আমরা অহ্বান জানাচ্ছি।
কোন কোন সময় বাহিনির স্বল্প সংখ্যক কিছু কিছু সদস্যের অসাংবিধানিক ও বে-আইনি কর্মকান্ডে র্যবের ভাবমুর্তি ক্ষুন্ন হয় যার সুযোগে বিদেশি অনেকে র্যাবকে অবলুপ্তির পরামর্শ দেন। এ দাবীর যৌক্তিকতা যেমন গ্রহনযোগ্য নয় তেমনি স্বল্প সংখ্যক কিছু কিছু সদস্যের অসাংবিধানিক ও বে-আইনি কর্মকান্ডে র্যাবের ভাবমুর্তি ক্ষুন্ন হোক তাও কাম্য নয়। আমরা দাবী করছি এ সকল ক্ষেত্রে কোন সদস্যের অপকর্মের দায় যেন পুরো বহিনীর উপর না বর্তায় সে ব্যপারে সতর্ক দৃষ্টি রাখা এবং যে কোন অসাংবিধানিক ও বে-আইনি কর্মকান্ডের জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে তদন্ত পুর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা।
বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন অপরাধীদের উদ্যোগে অপহরন, হত্যা ও গুম বন্ধে কার্য্যকরি ব্যবস্থা গ্রহণ এবং অপরাধীদের গ্রেফতার করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহন এবং মানুষের সাংবিধানিক ও মৌলিক অধিকার রক্ষার দাবীতে ’’হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ’’ এর পক্ষ থেকে নিম্নোক্ত দাবীতে স্বারকলিপি প্রদান করা হচ্ছে;-
১) দেশের সকল অপহরন, হত্যা ও গুম এর সাথে জড়িতদের অবিলম্বে খুজে বের করে তাদের গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে।
২) অপহরন, হত্যা ও গুম এর মত নিকৃষ্ট অপরাধ সংগঠিত হবার সাথে সাথে র্যাবের ইনটেলিজেন্স কে নিয়োগ করতে হবে। যদি লোকবল পর্য্যাপ্ত না থাকে সে ক্ষত্রে লোকবল বৃদ্ধি করার ব্যবস্থ্ গ্রহন করতে হবে।
৩) যে সকল অপরাধীরা র্যাব, পুলিশের নাম ব্যবহার করে অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে।
৪) র্যাবের ভাবমুর্তি ক্ষুন্ন করে এমন কোন কাজ কোন সদস্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে।
৫) সাধারন পোষাকে কোন গ্রেফতারের ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতে হবে।
৬) র্যাবের ব্যবহ্রত কোন পোষাক, হ্যান্ডকাপ বা অন্য কোন সরঞ্জাম যাতে বাজারে বিক্রি না হয় তা নিশ্চিত করতে হবে।
৭) জনগনের মাঝে র্যাব সম্পর্কে নেগিটিভ ধারনা সৃষ্টি হয় এমন কার্য্যকলাপ প্রতিরোধ করতে হবে
ধন্যবাদান্তে-
এডভোকেট মনজিল মোরসেদ এডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী প্রেসিডেন্ট সেক্রেটারি
হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ (এইচ আর পিি বি)।