“সালিশে গৃহবধুর ব¯্রহরন” সংক্রানÍ বিষয়ে দায়ের কৃত মামলার আসামিদো ৪৮ ঘন্টার মধ্য গ্রেফতার এর নির
শেরপুরে “ সালিশে গৃহবধুর ব¯্রহরন সংক্রান্ত” খবর ২৭.৭.১৫ তারিখে কালের কন্ঠে প্রকাশিত হলে জনস্বার্থে (ঐজচই) একটি রীট পিটিশন দায়ের করলে বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান এর আদালত ৪ সপ্তাহের রুল জারি করেন। সংবিধানের আর্টিকেল ৩৫(৫) অনুসারে নির্যাতন অমানবিক আচরন। নিষ্ঠুর যন্ত্রনাকর দন্ড দেয়াকে কেন বে- আইনি ঘোষনা করা হবেনা তা জানতে রুল জারি করা হয়েছে।
শুনানিতে বাদী পক্ষের কৌশুলি এডভোকেট মনজিল মোরসেদ বলেন শেরপুরে সদর উপজেলার শাপমারি গ্রামের এক গৃহ বধুকে সালিশীর নাম করে স্থানীয় কতিপয় ব্যাক্তি নির্যাতন করে ও বিব¯্র করে যা সংবিধানের আর্টিকেল ৩৫(৫) অনুসারে নিশিদ্ধ এবং অমানবিক। প্রভাবশালি হওয়ায় তাদেরকে এখনও গ্রেফতার করা হয়নি। এর ফলে মামলার তদন্ত ব্যহত হতে পারে এবং ভিকটিম ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারে। শুনানি শেষে আদালত দায়েরকৃত মামলার আসামিদের ৪৮ ঘন্টার মধ্য গ্রেফতার করার জন্য শেরপুর ও জামালপুর এর ঝচ এবং শেরপুর সদর থানার ঙঈ কে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন । আদালত ৯.৮.১৫ তারিখের মধ্য পড়সঢ়ষরধহপব রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন।
পিটিশনার হলেন ঐজচই পক্ষে এডভোকেট আসাদ্দুজামান সিদ্দিকী ।বিবাদীরা হলেন স্ব-রাষ্ট সচিব, ওএচ, শেরপুর উঈ, জামালপুর এবং শেরপুর ঝচ, টঘঙ ও ঙঈ শেরপুর সদর থানা।
বাদী পক্ষের মামলা পরিচালনা করেন এডভোকেট মনজিল মোরসেদ । সরকার পক্ষে ছিলেন উঅএ তাপস।
বার্তা প্রেরক-
মনজিল মোরসেদ
তাং ২৯.৭.১৫