শিক্ষকদের পেনসন/ভাতাদি কয়েক বছর ধরে পরিশোধ না করায় অমানবেতর...
শিক্ষকদের পেনসন/ভাতাদি কয়েক বছর ধরে পরিশোধ না করায় অমানবেতর জীবন যাপন এর প্রেক্ষিতে দ্রুত পরিশোধের জন্য HRPB এর পক্ষে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এডভোকেট মনজিল মোরসেদ
০৫.১০.২০১৬ তারিখে মিডিয়ায় সংবাদ পরিবেশন করে উল্লেখ করা হয় যে, হাজার হাজার শিক্ষক অবসরে যাবার পরও তাদের পেনসন/ভাতাদি পাচ্ছেন না এবং কল্যাণ ট্রাষ্টের অর্থ সংকট কর্তৃপক্ষ ৪/৫ বছর ধরে শিক্ষকদেরকে পেনসন/ভাতাদি পরিশোধ না করে তাদেরকে মানবেতর জীবন-যাপন করতে বাধ্য করছেন। অনাহারে আজকে মৃত্যুবরন করেছেন কিন্তু সারাজীবন শিক্ষকতা করে শেষ জীবনে অর্থ অভাবে তাদেরকে কষ্ট পেতে হচ্ছে। উক্ত সংবাদ এর প্রতি দৃষ্টি আকর্ষন হলে HRPB এর পক্ষে এডভোকেট মনজিল মোরসেদ আজ ডাক যোগে ৫ সচিবসহ মোট ৯ জনকে ডাকযোগে লিগ্যাল নোটিশ প্রেরন করে ১৫ দিনের মধ্যে শিক্ষকদের পেনসন/ভাতাদি পরিশোধে প্রয়োজনীয় অর্থ বরাদ্ধে কর্যকরি পদক্ষেপ গ্রহন করার অনুরোধ করেছেন। নতুবা জনস্বার্থে রীট পিটিশন দায়ের করে আদালতের নিকট নির্দেশনা চাওয়া হবে।
নোটিশে উল্লেখ করা হয় যে, আমাদেরকে জীবন গড়তে যারা সাহায্য করেছেন এবং সকলের নিকট পুজনীয় ব্যক্তিত্ব শিক্ষকরা এভাবে মানবেতর জীবন যাপন করবে তা কোনভাবেই গ্রহনযোগ্য নয়। আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট কার্যকরি হচ্ছে কিন্তু সামান্য অর্থের প্রয়োজনীয় বরাদ্ধের জন্য শিক্ষকরা মানবেতর জীবন যাপন করবে তা কোনভাবেই গ্রহনযোগ্য নয়।
শুধু তাই নয় এ কারণে আমাদের সকলের লজ্জাবোধ হওয়া উচিত। নোটিশ প্রেরন করা হয় এডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী, একলাছ উদ্দিন ভুইয়া, মামুন আলিম এবং মাহবুবুল ইসলাম এর পক্ষে। ক্যাবিনেট সেক্রেটারি, অর্থ, শিক্ষা সচিব, পরিচালক, শিক্ষক বেনেফিট বোর্ড, শিক্ষক ওয়েলফেয়ার ট্রাষ্ট এর সেক্রেটারি সহ মোট ৯ জনকে নোটিশটি প্রেরন করা হয়েছে। নোটিশটি পাঠান এডভোকেট মনজিল মোরসেদ প্রেসিডেন্ট, HRPB|
বার্তা প্রেরক
HRPB ডেস্ক
এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
তারিখঃ ১৭.১০.২০১৬ ইং