সিলেটের ১০ জন যুক্তরাজ্য প্রবাসির বিভিন্ন সমস্যা (সম্পত্তির অধিকার প্রতিষ্ঠা) সমাধানের জন্য
সিলেটের ১০ জন যুক্তরাজ্য প্রবাসির বিভিন্ন সমস্যা (সম্পত্তির অধিকার প্রতিষ্ঠা) সমাধানের জন্য HRPB প্রেসিডেন্ট এর নেতৃত্বে এক প্রতিনিধিদল গতকাল সিলেটের পুলিশ কমিশনার, পুলিশ সুপার, জেলা প্রশাসন, জেলা রেজিষ্ট্রার ও ভুমি অফিসে গিয়ে আলোচনা করেন
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
যুক্তরাজ্যে বসবাসরত ১০ জন প্রবাসি সালেহ আহমদ মিয়া, সুলতান আলি, শেখ মোঃ আবদুল গফুর, জাহানারা বেগম, জুবের আহমেদ, মোঃ সমুজ আলি, আজাদ খান, সামছু হোসেন, শওকত ওসমান, আবু সালেহ মোঃ ইসহাক দের সিলেটে তাদের সম্পত্তির জোর পুর্বক দখল ও মিথ্যা মামলার হয়রানির বিষয় আইনগত সহায়তার (ফ্রি লিগাল এইড) জন্য মানবাধিকার ও পরিবেশবাদি সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (HRPB) এর লিখিত আবেদন জানান। প্রবাসিদের সম্পত্তি রক্ষা, হয়রানি বন্ধ ও তাদের অধিকার প্রতিষ্ঠায় HRPB এর পক্ষ থেকে কয়েক বছর থেকে বিভিন্নভাবে আইনগত সহায়তা (ফ্রি লিগাল এইড) প্রদান কর আসছে এবং কিছু কিছু ক্ষেত্রে পুলিশের প্রবাসি সেলের মাধ্যমে কাজ করছে। তারই ধারাবাহিকতায় লন্ডন প্রবাসি উপরে উল্লেখিত ১০ জন প্রবাসির অধিকার প্রতিষ্ঠায় প্রশাসনের প্রত্যক্ষ সহায়তার জন্য HRPB প্রেসিডেন্ট এডভোকেট মনজিল মোরসেদ এর নেতৃত্বে এক প্রতিনিধিদল ২১.০৩.২০১৯ইং তারিখ সিলেটে গমন করেন এবং দিনব্যাপি সিলেটের প্রশাসনের কর্মকর্তাদের সাথে দেখা করে ভুক্তভুগিদের সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং মিথ্যা মামলা করে ক্ষতিপুরনের অর্থ প্রদানে বাধা, জোর পুর্বক বাড়ি দখলে রাখা, সম্পত্তি অবৈধভাবে দখল করা, বিদেশে অবস্থানের সুযোগে সম্পত্তি ভুয়া নামজারি করা সহ বিভিন্নভাবে প্রবাসিদের হয়রানি ও তাদের অধিকার লংঘনের বিষয় প্রতিকার এর বিষয় আলোচনা করেন ও সমস্যা সমাধানে সহযোগিতার অনুরোধ করেন। আলোচনার সময় উপস্থিত ছিলেন এইচআরপিবি কেন্দ্রীয় প্রেসিডেন্ট এডভোকেট মনজিল মোরসেদ, ইউকে শাখার প্রেসিডেন্ট মো: রহমত আলী, সিলেট শাখার প্রেসিডেন্ট এডভোকেট আবদুল হাই কাইয়ুম প্রমুখ।
প্রবাসিদের সমস্যা সমাধানে এইচআরপিবি নেতৃবৃন্দ সিলেটের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, এডিসি রেভিনিউ মোঃ আবদুল্লাহ, জোনাল সেটেলমেন্ট অফিসার ফারুক আহেমেদ এবং জেলা রেজিষ্ট্রার জসিম উদ্দিন ভুইয়া এর সাথে আলোচনা করে উপরে উল্লেখিত প্রবাসিদের সমস্যাগুলি সমাধানের জন্য লিখিত অভিযোগ দাখিল করেন এবং দ্রুত সমাধানের অনুরোধ করেন। কয়েকটি ক্ষেত্রে সিলেটের পুলিশ কমিশনার ও পুলিশ সুপার তাৎক্ষনিক সমস্যা সমাধানে নির্দেশনা দেন ।
বার্তা প্রেরক-
HRPB ডেস্ক
০১৭১১৪০৪৫০৬
ব্রিঃ দ্রঃ- ছবি সংযুক্ত