আদালতের নির্দেশ অনুসারে পদক্ষেপ না নেয়ায় পানি উন্নয়ন বোর্ডের ২জন নির্বাহী প্রকৌশলিকে আদালতে
দক্ষিনাঞ্চলে সিডর এ ক্ষতিগ্রস্থ বাঁধ ( কতিপয় অংশ) পুনঃ নির্মানের নির্দেশনা চেয়ে জনস্বার্থে ’’ হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ (ঐজচই)’’ এর দায়ের কৃত জনস্বার্থ মামলায় ১১.০৩.১৫ তারিখ আদালত রুল জারি করে ৩ মাসের মধ্য প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন । আদালতের নির্দেশ মত জরিপ না করে প্রতিবেদন জমা দেয়া হয়েছে দাবী করে বাদী পক্ষে এভিডেভিট দাখিল করে প্রতিবেদনটি পটুয়াখালি ও বরগুনার বাঁধ সংক্রান্ত হলেও একই রকম ভাষায় দাখিল করা এবং সুনির্দিষ্ট ভাবে কোন তথ্য না থাকার বিষয়টি আদালতের নজরে আনেন বাদী পক্ষের কৌশুলি এডভোকেট মনজিল মোরসেদ । গত ২৭.০৮.১৫ তারিখে বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দ এর আদালতে শুনানী অনুষ্ঠিত হয়। শুনানিতে বাদী পক্ষ বলেন যে, আদালতের নির্দেশনার কারন ছিল কোন কোন জায়গায় বাধঁ নির্মান হয়নি তা জানা, কিন্তু এমনভাবে রিপোর্ট দেয়া হয়েছে যেখানে বরগুনা ও পটুয়াখালির নির্বাহি প্রকৌশলির ২ টি রিপোর্টই একই ভাষা ব্যবহার করা হয়েছে যা এমন ধারনা দেয় যে তারা প্রকৃত ভাবে জরিপ করে প্রতিবেদন জমা দেয়নি এবং সেটা আদালতের নির্দেশ অমান্যের শামিল। বাদী পক্ষের কৌশুলি এভিডেভিট গ্রহন না করে তাদের বিরুদ্বে আদালত অবমাননার অভিযোগ আনয়ন করেন । আজ আদালত আদেশের জন্য রাখেন এবং একই আদালত আদেশে বরগুনার নির্বাহি প্রকৌশলি এস, এম,শাহিদুল ইসলাম এবং পটুয়াখালির নির্বাহি প্রকৌশলি প্রবীর কুমার গোস্বামীকে আগামী ৪.৯.১৫ তারিখে হাজির হয়ে ব্যাখা দিতে বলা হয়েছে।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মনজিল মোরসেদ। বিবাদী পক্ষে ছিলেন জামাল উদ্দিন আহমেদ।
বার্তা প্রেরক-
এইচআরপিবি ডেস্ক।