High Court directed to stop operation of illegal brick field at Parbatha Chattogram
প্রেস বিজ্ঞপ্তি
পার্বত্য চট্রগ্রামের ৩ জেলা খাগরাছড়ি, বান্দরবন ও রাংগামাটির সকল অবৈধ ইটভাটার কার্যক্রম ৭ দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
পাবর্ত্য চট্টগ্রামের ৩ জেলা খাগরাছড়ি, বান্দরবান ও রাংগামাটির বিভিন্ন ইটভাটা লাইসেন্স ছাড়া পরিচালিত হচ্ছে এবং পাহাড় কেটে মাটি ইটভাটায় কাচামাল হিসেবে ব্যাবহার এবং বনের গাছ কেটে জালানি হিসেবে ব্যাবহার করা হচ্ছে মর্মে বিভিন্ন মিডিয়ায় রিপোর্টে প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (HRPB) একটি রীট পিটিশন দায়ের করে। আজ ২৫.০২.২০২২ তারিখ শুনানি শেষে হাইকোর্ট এর একটি ডিভিশন বেঞ্চ রুল জারি করে পার্বত্য চট্রগ্রামের ৩ জেলা খাগরাছড়ি, বান্দরবন ও রাংগামাটির বিভিন্ন স্থানে লাইসেন্সবিহীন পরিচালিত সকল ইটভাটা বন্ধে বিবাদিদের নিস্ক্রিয়তাকে কেন বে—আইনি ঘোষনা করা হবে না তা জানাতে বলেছেন এবং অবৈধভাবে পরিচালিত ইটভাটার মালিকদের বিরুদ্ধে লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনার কারনে ইটভাটা নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ধারা ৪,৫,১৪,১৮ অনুসারে ব্যবস্থা গ্রহনের কেন নির্দেশ দেয়া হবে না মর্মে ৪ সপ্তাহের রুল জারি করেছেন।
বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি ফাতেমা নজীব এর আদালত এ রুল জারি করেন।
শুনানিতে বাদী পক্ষের কৌশুলি সিনিয়র এডভোকেট মনজিল মারেসেদ বলেন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৪ ধারা অনুসারে কোন ইট ভাটা লাইসেন্স ছাড়া চলতে পারবে না এবং চালালে ধারা ১৪ অনুসারে ২ বছরের সাজার বিধান আছে। তা সত্বেও পার্বত্য চট্রগ্রামের ৩ জেলার লাইসেন্সবিহীন পরিচালিত সকল ইটভাটার বিরুদ্ধে প্রশাসন কোন কার্যকরি ব্যবস্থা নিচ্ছে না। তাছাড়া উক্ত আইনের ৫ ধারায় পাহাড়ের মাটি কেটে ইটভাটায় ব্যবহার নিষিদ্ধ এবং তা করলে একই আইনের ১৫ ধারায় ২ বছরের সাজার বিধান রয়েছে। কিন্তু পাহাড় কেটে ইটভাটার কাচামাল হিসেবে ব্যাবহারের কারনে তাদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে না। এ কারনে পার্বত্য এলাকার অনেক পাহাড় ধ্বংস হচ্ছে এবং পরিবেশের উপর মারাত্বক হুমকির সৃষ্টি হয়েছে। তিনি বলেন বিবাদিদের নিস্ক্রিয়তার কারনে প্রশাষনের চোখের সামনে লাইসেন্সবিহীন ইটভাটাগুলি পরিচালিত হচ্ছে যা সম্পূর্ন অবৈধ।
আদালত শুনানি শেষে এক অন্তবর্তিকালিন আদেশে পার্বত্য চট্রগ্রামের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সহ অন্যদেরকে পার্বত্য চট্টগ্রামের ৩ জেলা খাগরাছড়ি, বান্দরবন ও রাংগামাটি এলাকায় পরিচালিত সকল লাইসেন্স বিহীন ইটভাটা আগামি ৭ দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ প্রদান করেছেন এবং ২ সপ্তাহের মধ্যে আদালতে compliance report দাখিলের নির্দেশ দিয়েছেন। আদালত অপর এক আদেশে লাইসেন্স ব্যাতিত পরিচালিত সকল ইটভাটার তালিকা আগামি ৬ সপ্তাহের মধ্যে প্রস্তুত করে আদালতে এভিডেভিট দাখিলের জন্য ৩ জেলার জেলা প্রশাসক ও চট্টগ্রাম এলাকার পরিবেশ অধিদপ্তরের পরিচালক সহ অন্যদেরকে নির্দেশ দিয়েছেন। পরবর্তি আদেশের জন্য ১৬.০২.২২ তারিখ নির্ধারন করেছেন।
HRPB পক্ষে পিটিশনার হলেন এডভোকেট মােঃ ছারওয়ার আহাদ চৌধুরি, এডভোকেট একলাছ উদ্দিন ভুইয়া এবং এডভোকেট রিপন বাড়ৈ। বিবাদিরা হলেন পরিবেশ সচিব, ডিজি, পরিবেশ অধিদপ্তর, পরিচালক, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম, ডিসি, এসপি, খাগরাছড়ি, বান্দরবন ও রাংগামাটি, UNO এবং ওসি গুইমালা, দিঘীনালা, বোয়ালখালি এবং আলিকদম সহ সহ মাটে ২৪ জন।
আদালতে HRPB পক্ষে শুনানী করেন সিনিয়র এডভােকেট মনজিল মারেসেদ, তাকে সহায়তা করেন এডভােকেট সঞ্জয় মন্ডল এবং সরকার পক্ষে ছিলেন ডিএজি তুষার কান্তি রায় ।
বার্তাপ্রেরক-
মনজিল মারেসেদ