HC directed to fle case for Pollution of Buriganga River water against 30 Washing Plant
প্রেস বিজ্ঞপ্তি
বুড়িগঙ্গার পানি দূষণের জন্য দায়ী কেরানীগঞ্জ এলাকায় ৩০টি ওয়াশিং প্লাণ্ট এর বিরুদ্ধে পরিবেশ দূষণের দায়ে মামলা দায়ের করার নির্দেশ হাইকোর্টের।
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
বুড়িগঙ্গা নদীর পানি দূষণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে নির্দেশনা চেয়ে ২০১৪ সালে জনস্বার্থে দায়ের করা হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (HRPB) এর করা রীট মামলায় শুনানী শেষে ৩০ দিনের মধ্যে বুড়িগঙ্গার পানি দুষনের জন্য দায়ী ওয়াশিং প্লাণ্ট এর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত।
বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহ এর ডিভিশন বেঞ্চ আজ ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালককে এই নির্দেশ দিয়েছেন। আদালত একই সাথে DC, SP ঢাকা UNO, DC উপজেলা চেয়ারম্যানকে কেরানীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে বা তীরে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন ময়লা/আবর্জনা ফেলতে না পারে তা মনিটরিং এর ব্যবস্থা গ্রহন করতে নির্দেশ দিয়েছেন। যদি কেহ বুড়িগঙ্গার পানি দূষনের জন্য দায়ী থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। আদালত প্রতি মাসের প্রথম রবিবার বিবাদীদেরকে অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আদালতে HRPB পক্ষে শুনানীতে এডভোকেট মনজিল মোরসেদ বলেন গত ২০.০২.২০২০, ১১.০৩.২০২০ ও ১৪.০৯.২০২০ তারিখে আদালতের নির্দেশনা অনুসারে পদক্ষেপ গ্রহন করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হলে পরিবেশ অধিদপ্তর কারখানাগুলোকে ২ বারই বন্ধ করেন কিন্তু তারা আবারও চালু করে পরিবেশ দূষন করছে। তিনি বলেন আইনে দূষনকারীদের বিরুদ্ধে মামলা করার বিধান থাকলেও কোন মামলা করা হয়নি। এমনকি সরকারের দাখিলকৃত প্রতিবেদনে দেখা যায় যে, ৩০টি ওয়াশিং প্লাণ্ট রয়েছে যার মাধ্যমে মারাত্বক পানি দূষণ হচ্ছে সুতরাং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশনা দেওয়া প্রয়োজন নতুবা দুষণ বন্ধ হবে না। কেরানীগঞ্জের ওয়াশিং প্লাণ্টগুলি হল আহম্মেদ হোসেন, আমেনা, সানমুন, ইডেন, বিসমিল্লাহ, লোটাস, গ্লোবাল, রুবেল, আনুশকা, সততা, চঞ্চল, আঃ বর, ঢাকা, আজান, নিউ সাহারা, দোহার, রিলেটিভ, নিউনাশা, ইউনিক, মৌ, সেতু, কোয়ালিটি, জোয়েনা, কালাম, ওয়াটার কালার, পারজোয়ার, জিএম, কুমিল্লা, আছিয়া ও লিলি ওয়াশিং প্লাণ্ট।
রীট মামলায় বাদী পক্ষে শুনানী করেন এডভোকেট মনজিল মোরসেদ। সরকার পক্ষে ছিলেন DAG কাজী মাইনুল হাসান এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন এডভোকেট আমাতুন করিম।
বার্তা প্রেরক-
মনজিল মোরসেদ
তারিখঃ ০৩.০১.২০২১