High Court directed to complete protection wall of Wasa Leguna
প্রেস বিজ্ঞপ্তি
ঢাকার সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের (ওয়াসার লেগুনের চারপাশে বাউন্ডারি ওয়ালের অবশিষ্ট কাজ সম্পূর্ণ করতে ল’ এনফোসিং এজেন্সিকে সহায়তা করতে হাইকোর্টের নির্দেশ।
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
‘ওয়াসার লেগুনে বিষাক্ত মাছ চাষ’-এরূপ একটি খবর মিডিয়ায় প্রকাশিত হলে জনস্বার্থে ‘হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (HRPB) একটি মামলা করলে বিগত ১৪.১১.১১ তারিখে রুল জারি হয়। পরবর্তীতে ০৬.০৯.২০১৫ইং তারিখে রুল এ্যাবসলিউট করে ৭(সাত) দফা নিদের্শনা দেন হাইকোর্ট বিভাগ। উক্ত সাত দফার মধ্যে “আগামী দুই বছরের মধ্যে লেগুন এলাকায় চতুর্দিকে সীমান- প্রাচীর নিমার্ন করার নির্দেশনা দিল প্রথম দফায়। কিন্তু সেটি ওয়াসা, ... হিসাব বিগত ৪(চার) বছরেও সম্পূর্ণ করতে না পারায় পিটিশনারদের আবেদনের প্রেক্ষিতে বিগত ১৯.০৬.১৯ ইং তারিখে বিবাদীরা রায়ের নির্দেশনা কতটুকু বাস্তবায়ন করেছে তা ১৫ দিনের ভিতর জানাতে বলেন হাইকোর্ট। সে প্রেক্ষিতে ওয়াসার কমপ্লায়েন্স থেকে দেখা যায় তারা স্থানীয় বিভিন্ন প্রভাবশালীদের কারনে সীমানা—প্রাচীর সম্পূর্ণ করতে পারছে না। এঅবস্থায় পিটিশনারদের আবেদনের প্রেক্ষিতে আজ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান এর আদালত, পুলিশ কমিশনার, ঢাকা; ডিসি নারায়গঞ্জ; পুলিশ সুপার, নারায়নগঞ্জ এবং ওসি, কদমতলী থানা কে (বিবাদী নং ৮,১০,১১ এবং ৯) ওয়াসার লেগুনের সীমানা-প্রাচীরের অবশিষ্ট খোলা অংশের কাজ সম্পূর্ণ করনার্থে আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় সহযোগিতা দিতে নিদের্শনা দেন। বিবাদীদের সহযোগিতায় ওয়াসা সীমান-প্রাচীরের অসম্পূর্ণ কাজ অবিলম্বে সম্পন করবে। অপর দিকে মাননীয় আদালত ওয়াসাকে আগামী ০৬.০২.২০ তারিখের মধ্যে এ-বিষয়ে কমপ্লায়েন্স দাখিলের ও নির্দেশ দেন।
পিটিশনারদের পক্ষে আদালতে শুনানী করেন এডভোকেট মনজিল মোরসেদ এবং ওয়াসার পক্ষে ছিলেন এডভোকেট কামরুন নেসা।
বার্তা প্রেরকঃ
HRPB ডেস্ক
তারিখঃ- ০৫.১২.২০১৯