HRPB president participated in a seminar in U.K. on 24.06.13
ইন্টারন্যাশনাল কাউন্সিল অব জ্যুরিষ্ট কর্তৃক লন্ডনে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বিচার বিভাগের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য যুক্তরাজ্যের এটর্নি জেনারেল সহ মোট চার জনকে ইন্টারন্যাশনাল জ্যুরিষ্ট এওয়ার্ড পদক প্রদান করা হয়েছে।
গত ২৪ জুন ২০১৩ ইং লন্ডনে ক্রাউন প্লাজা হোটেলে ইন্টারন্যাশনাল কাউন্সিল অব জ্যুরিষ্ট কর্তৃক ইন্টারন্যাশনাল জ্যুরিষ্ট এওয়ার্ড প্রদান উপলক্ষে এক সভা সংগঠনের প্রেসিডেন্ট ড. আদিশ আগারওয়ালা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিচার বিভাগের সংস্কার ও দায়বন্ধতা শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন, ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ও হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান কে জি বালাকৃষ্ণানান, স্কটল্যান্ডের চীফ জাস্টিস ব্রিয়ান গিল, বাংলাদেশ সুপ্রীমকোর্টের আপীল বিভাগের বিচারক এ এএইচ এম শামসুদ্দিন চৌধুরী এবং হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এর ‡cÖwm‡W›U এডভোকেট মনজিল মোরসেদ ।
প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন তার বক্তৃতায় বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থায় সংস্কার এর ব্যাপারে প্রতিনিয়ত ব্যবস্থায় গ্রহণ করা হচ্ছে এবং সংবিধানের নির্দেশনা অনুসারী স্বাধীনভাবে বিচারবিভাগ কাজ করছে।
বিচারপতি বালাকৃষ্ণানান বলেন, বিচারকদের স্বাধীনভাবে কাজ করার মানসিকতা অব্যাহত থাকলে বিচারবিভাগ দায়বদ্ধতা থাকবে এবং যথাযথ সংস্কারের ব্যাপারে আইনপ্রণেতাদের উদ্যোগ গ্রহণ করতে হবে।
স্কটল্যান্ডের চীফ জাস্টিস ব্রিয়ান গিল বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারবিভাগের দায়বদ্ধতা গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিভিন্ন রায়ের মাধ্যমেই অনেক অনেক ড়্গেত্রে সংস্কার সাধিত হয়।
বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থায় ধীরে ধীরে অনেক অগ্রগতি সাধিত হয়েছে এবং বিচারকরা সাহসিকতার সাথে ন্যায় বিচার নিশ্চিত করছে।
এইচআরপিবি প্রেসিডেন্ট এডভোকেট মনজিল মোরসেদ বলেন, বিচার ব্যবস্থায় সংস্কার ফলপ্রসূ হতে পারে এর দায়বদ্ধতার মধ্য দিয়ে। তিনি প্রতিশ্রম্নতি সম্পন্ন ও সাহসী বিচারকদের প্রশংসা করে বলেন, এর মাধ্যমেই ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব। জনস্বার্থের মামলায় জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভারতের চেয়েও বাংলাদেশ একধাপ এগিয়ে গেছে বলে তিনি মনত্মব্য করেন। এডভোকেট মোরসেদ বলেন যে, দূর্বল অসহায় মানুষের অধিকার নিশ্চিত করার জন্য জনস্বার্থের মামলার বিকল্প নেই।
সভার সভাপতি সম্মেলনে আগত সকলকে ধন্যবাদ জানান এবং যুক্তরাজ্যের এটর্নি জেনারেল ডমিনিক গ্রিভ এমপি সহ মোট চার জনকে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর জ্যুরিষ্ট এর প¶ থেকে বিচার বিভাগের ‡¶ত্রে বিশেষ অবদানের জন্য‘ ইন্টারন্যাশনাল জ্যুরিষ্ট এওয়ার্ড ২০১৩’ প্রদান করা হয়।