Call: 01711404506

Tuesday 01,2025 16:58:19 PM

  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)

HC passed judgment and direction about Car requisition under DMP Ordinance

Posted Date: 27-05-2024 12:34:25

প্রেস বিজ্ঞপ্তি

ডিএমপি অডিন্যান্সে গাড়ী রিকিউজিসন এর ক্ষেত্রে নাগরিকদের হয়রানি বন্ধে HRPB এর করা জনস্বার্থের মামলায় হাইকোর্টেও দেয়া কয়েকটি নির্দেশনা সংক্রান্ত রায় প্রকাশিত হয়েছে।

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

২০১০ সালে পুলিশ কতৃর্ক প্রায় ৩০০ গাড়ী রিকিউজিসন সংক্রান্ত খবর মিডিয়ায় প্রকাশিত হলে তার বৈধতা চ্যালেঞ্জ করে HRPB জনস্বার্থে একটি রীট পিটিশন দায়ের করে। রিপোর্টে প্রকাশিত হয় উক্ত গাড়ি রিকিউজিসন করে অফিসারদের ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়, যদিও জনস্বার্থে রিকিউজিসন করা হয়। রীট পিটিশনে ১৯৭৬ এর DMP অডিন্যান্স এর ১০৩এ ধারা চ্যালেঞ্জ করা হয়। উক্ত রীট পিটিশন শুনানী শেষে রুল জারি করা হয়।

বিচারপতি নাঈমা হায়দার এবং বিচারপতি খিজির আহমেদ চৈৗধুরী এর আদালত রুল শুনানী শেষে ৩১.০৭.২০১৯ তারিখে রুল নিষ্পত্তি করে রায় দিয়ে কতগুলো গাইডলাইন প্রনয়ন করে তা অনুসরন করার জন্য পুলিশের প্রতি নির্দেশনা দেন।

শুনানীতে HRPB পক্ষের কৌশুলি সিনিয়র এডভোকেট মনজিল মোরসেদ বলেন যে, বিশেষ প্রয়োজনে পুলিশকে গাড়ী রিকিউজিসন করার ক্ষমতা দেয়া হয়েছে যা শুধুমাত্র জনস্বার্থেই করা যাবে। কিন্তু মিডিয়ায় রিপোর্ট অনুসারে রিকিউজিসনকৃত গাড়ী বিভিন্ন ক্ষেত্রে অফিসারদের ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়। এমনকি গাড়ী মালিককে যথার্থ ক্ষতিপূরণ প্রদান করা হয় না।

আদালত নিম্নোক্ত গাইডলাইনগুলো অনুসরন করার জন্য বলেছেন—
১। DMP আইনে রিকিউজিসন করা গাড়ি শুধুমাত্র জনস্বার্থে ব্যবহার করতে হবে, কোনভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না।
২। ব্যক্তিগত গাড়ী রিকিউজিসন করার ক্ষেত্রে তাকে আগে নোটিশ প্রদান করতে হবে।
৩। সরকারি কাজে রিকিউজিসন করা গাড়ী যে উদ্দেশ্যে করা হয়েছে তার বাইরে ব্যবহার বা পুলিশ অফিসারা তাদের পরিবার ব্যবহার করতে পারবে না।
৪। ৭ দিনের বেশি সময়ের জন্য রিকিউজিসন করা যাবে না।
৫। DMP এর মাধ্যমে একটি কমিটি গঠন করে রিকিউজিসনকৃত গাড়ীর ক্ষতিপূরন এবং Daily allowance নির্ধারণ করতে হবে।
৬। ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে হবে।
৭। কোন গাড়ী ক্ষতিগ্রস্থ হলে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।
৮। কতৃর্পক্ষ DMP কে Fund প্রদান করবেন
৯। রিকিউজিসন এর বিষয় কোন অভিযোগ আসলে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।
১০। রোগী বহন, পঙ্গু বা এয়ারপোর্ট বহনকারী গাড়ী রিকিউজিসন করা যাবে না।
১১। রিকিউজিসনকৃত গাড়ীর রেজিষ্ট্রার maintain করতে হবে যেখানে বিস্তারিত তথ্য থাকবে।

৪নং বিবাদীকে ৯০ দিনের মধ্যে উক্ত গাইডলাইন সম্পর্কে সার্কুলার সকল পর্য্যায়ে প্রেরন করতে হবে। পুলিশ কমিশনারকে উক্ত গাইডলাইন এর বিষয় মনিটরিং করবেন যাতে কেহ নিস্কৃত না হয়।

আদালত ৩ পুলিশ কনষ্টেবলকে প্রত্যাহার করা বিষয় স্যু—মটো রুল ডিসচার্জ করেছেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মনজিল মোরসেদ। সরকার পক্ষে ডিএজি অমিত তালুকদার। এ্যমিকাস কিউরি সিনিয়র এডভোকেট এম, আমিরুল ইসলাম এবং এডভোকেট ফিদা এম কামাল।

বার্তাপ্রেরক—
মনজিল মোরসেদ

Quick Contact

Recent Video

Latest News View All