HC issued rule against the provision of law of Chattogram Port Authority Act, 2022
প্রেস বিজ্ঞপ্তি
কর্ণফুলী নদী ভরাট
করার ক্ষমতা দিয়ে করা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন ২০২২ কেন বাতিল করা হবে না মর্মে
হাইকোর্টের রুল জারি।
আজ বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর আদালতে শুনানির হয়। শুনানি শেষে আদালত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন ২০২২-এর ধারা ১০(২)(চ)-এর ভরাট করার ক্ষমতা কেন বাতিল ও বেআইনি ঘোষণা করা হবে না এই মর্মে দুই সপ্তাহের রুল জারি করেন।
শুনানিতে রিটকারী HRPB এর প্রেসিডেন্ট সিনিয়র এডভোকেট মনজিল মোরসেদ বলেন বাংলাদেশের সংবিধান, জলাধার সংরক্ষণ আইন, পরিবেশ সংরক্ষণ আইন, নদী সংরক্ষণ বিষয়ক সুপ্রিম কোর্টের বিভিন্ন রায় এবং কর্ণফুলী নদী সংরক্ষণ মামলা বিভিন্ন রায় উপস্থাপন করে বলেন, নদীর জায়গা ভরাট করার ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু উক্ত রায় অবজ্ঞা করে কর্ণফুলী নদী ভরাট করার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২২ সালে আইন করে এই ভরাটের ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করা হয়। এ ধরনের ক্ষমতা থাকলে কর্ণফুলী নদী রক্ষা করা যাবে না এবং সকল রায় অকার্যকর যাবে।
HRPB- এর দায়েরকৃত রিট পিটিশানের পিটিশনার হলেন সেক্রেটারি এডভোকেট ছারওয়ার আহাদ চৌধুরী, এডভোকেট এখলাস উদ্দিন ভূঁইয়া এবং এডভোকেট রিপন বাড়ৈ৷ উক্ত রিট পিটিশানে বিবাদীরা হলেন মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি সচিবালয়, সচিব আইন মন্ত্রণালয় সহ মোট ৬ জন।
শুনানিতে
রিটকারী HRPB-এর পক্ষে শুনানি করেন HRPB-এর প্রেসিডেন্ট সিনিয়র এডভোকেট মনজিল মোরসেদ।
শুনানিতে তাকে সহায়তা করেন এডভোকেট সঞ্জয় মন্ডল, এডভোকেট নাছরিন সুলতানা ও অ্যাডভোকেট
সেলিম রেজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডিএজি তানিম খান।
বার্তা
প্রেরক
মনজিল
মোরসেদ
সিনিয়র এ্যাডভোকেট