Call: 01711404506

Saturday 12,2024 22:06:31 PM

  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)

HC issued rule against the decision of BTRC for transferring the data of the people to third party

Posted Date: 15-12-2024 19:38:14

প্রেস বিজ্ঞপ্তি
BTRC কর্তৃক জাতীয় পরিচয় পত্রের তথ্য সম্পর্কিত ব্যক্তিগত তথ্যাদি নিয়ে মোবাইল কোম্পানিগুলোকে ভিন্ন ডাটাবেজ তৈরি করার নির্দেশনা কেন বাতিল করা হবে না মর্মে হাইকোর্টের রুল জারি।

বিগত ০৬.০২.২০২৪ খৃ: তারিখে মিডিয়ায় প্রতিবেদন প্রকাশিত হয় এবং উক্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, BRTC মোবাইল কোম্পানিগুলোকে তাদের গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে তথ্য ভাণ্ডার তৈরির নির্দেশনা প্রদান করেছে। উক্ত নির্দেশনায় আরো উল্লেখ করা হয়েছে যে, মোবাইল কোম্পানিগুলো তাদের গ্রাহকদের নাম, ঠিকানাসহ অন্যান্য যাবতীয় তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করবে। যাহা পূর্বে মোবাইল কোম্পানিগুলো নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় পত্রের ডাটাবেইজ হতে তাদের গ্রাহকদের তথ্য সংগ্রহ করে থাকত।

 উক্ত প্রতিবেদন আরো উল্লেখ করা হয় যে, BTRC-এর নির্দেশনা প্রতিফলন হলে মোবাইল কোম্পানিগুলোকে ডিজিকম টেকনোলজিসের সাথে ডাটাবেইজের মাধ্যমে গ্রাহকদের তথ্য যাচাই করতে হবে। এই ডাটাবেইজের কারণে ডিজিকম টেকনোলজিসকে গ্রাহক প্রতি ১০/- টাকা প্রদান করতে হবে। বর্তমানে মোবাইল কোম্পানিগুলো এই একই বিষয়ের জন্য নির্বাচন কমিশনকে ৫/- টাকা প্রদান করে। উক্ত রিপোর্ট সংযুক্ত করে জনস্বার্থে HRPB-এর পক্ষে একটি রিট পিটিশন দায়ের করলে আজ শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে HRPB-এর সিনিয়র এডভোকেট মনজিল মোরসেদ বলেন, BTRC-এর এই নির্দেশনা যদি মোবাইল কোম্পানিগুলো অনুসরণ শুরু করে তাহলে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য বেসরকারি প্রতিষ্ঠানের নিকট চলে যাবে এবং যা জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে। এছাড়াও, জনগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবে যা সংবিধান ও আইন পরিপন্থী। তিনি আরো বলেন নাগরিকদের ব্যক্তিগত তথ্যাদি প্রাইভেট কোম্পানির অধীনে গেলে সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার লঙ্ঘন হবে। তিনি আরও বলেন, আইন অনুযায়ী BTRC-এর সিধান্ত সংবিধানের ৪৩(খ) বিরোধী এবং জাতীয় পরিচয় পত্র নিবন্ধন আইন ২০১০ এর ধারা ১৩ পরিপন্থী। এছাড়াও, BTRC-এর এই সিদ্ধান্তের কারণে জনগণকে অতিরিক্ত ৫ টাকা করে মোবাইল কোম্পানিগুলোকে প্রদান করতে হবে। যার পুরোটাই পাবে ডিজিকম টেকনোলজিস এবং এই সিদ্ধান্তের কারণে সরকার কোন ভাবেই লাভবান হবে না। বরং মধ্যস্বত্বভোগী হিসাবে লাভবান হবে ডিজিকম টেকনোলজিস।

অদ্য ১৯.০৩.২০২৪ খৃ: শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মোঃ আতাবুল্লাহর হাইকোর্টে বেঞ্চ BTRC কর্তৃক মোবাইল কোম্পানিগুলোকে নির্বাচন কমিশন/স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয় পত্রের ডাটাবেজ হইতে তথ্য সংগ্রহ করে মোবাইল কোম্পানিগুলোকে আলাদা ডাটাবেজ তৈরির নির্দেশনা কেন বাতিল ঘোষণা করা হবে না এবং জনগণের ব্যক্তিগত তথ্যসম্বলিত তথ্য যা নির্বাচন কমিশন/স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংরক্ষিত রয়েছে, সে সকল নাগরিকদের ব্যক্তিগত তথ্যাদি সংরক্ষণে কেন নির্দেশনা দেওয়া হবে না এ মর্মে চার সপ্তাহের রুল জারি করেছেন আদালত।

রিট পিটিশনার হলেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (HRPB)-এর পক্ষে এ্যাড. মোঃ সারওয়ার আহাদ চৌধুরী, এ্যাড. একলাস উদ্দিন ভূঁইয়া, এ্যাড. মামুন আলীম ও এ্যাড. রিপন রাড়ৈ। মামলার বিবাদীরা হলেন মন্ত্রী পরিষদ সচিব, মূখ্য সচিব প্রধানমন্ত্রী, সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সচিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, সচিব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, চেয়ারম্যান নির্বাচন কমিশন, ডিজি জাতীয় পরিচয় পত্র, চেয়ারম্যান বিটিআরসি ও সভাপতি বাংলাদেশ মোবাইল এ্যাসোসিয়েশন।

বাদী পক্ষে শুনানি করেন সিনিয়র এ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্র পক্ষে ছিলেন এ্যাডভোকেট তুষার কান্তি রায় (ডিএজি)

বার্তা প্রেরক-
মনজিল মোরসেদ
সিনিয়র এডভোকেট

Quick Contact

Recent Video

Latest News View All