Call: 01711404506

Tuesday 09,2024 23:50:32 PM

  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)

HC directed New 3 instruction to stop Dhaka Air Pollution

Posted Date: 27-05-2024 12:34:25

প্রেস বিজ্ঞপ্তি

ঢাকা বায়ু দূষন বন্ধে হাইকোর্টের আরও ৩টি নির্দেশনা।

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

বায়ু দূষন বন্ধে কার্য্যকরি ব্যবস্থা নিতে জনস্বার্থে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (HRPB) একটি রীট পিটিশন দায়ের করলে ২৯.০১২০১৯ তারিখে হাইকোর্ট রুল জারি করেন এবং পরবর্তীতে ১৩.০১.২০২০ তারিখে ৯ দফা নির্দেশনা দেয়া হয় বিবাদীদের উপর। কতিপয় পদক্ষেপ এর কারণে গতবছর এমন সময় বায়ু দূষন এর মাত্রা কমে ছিল। বর্তমানে করোনা পরবর্তী সময় স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হলে বায়ু দূষন এর মাত্রা আবার বাড়তে থাকে এবং সাম্প্রতিক সময় মিডিয়ায় রিপোর্ট অনুসারে বায়ু দূষন এর দিক থেকে ঢাকার অবস্থান ১ নম্বরে উঠে আসে।

বর্তমান বায়ু দূষনের মাত্রা বৃদ্ধিতে বাদী পক্ষে একটি আবেদন দাখিলে করে কার্য্যকরি পদক্ষেপ এর জন্য আরও কয়েকটি নির্দেশনা প্রার্থনা করা হয়। শুনানীতে বাদী পক্ষেল কৌশুলি এডভোকেট মনজিল মোসসেদ বলেন, ৯ দফা নির্দেশানার ব্যাপারে বিবাদী পক্ষ যে এভিডেভিট দাখিল করেছেন সেখানেও বাস্তবায়নের ক্ষেত্রে কতিপয় সীমাবদ্ধতার কথা বলা হয়েছে। তিনি বলেন সিটি কর্পোরেশন এর গাড়ীর সংখ্যা কম থাকায় ঢাকায় প্রাকলমূখ গুলিতে পানি ছিটানো সম্ভব হচ্ছে না যা কারনে ঢাকা শহরে বায়ু দূষন এর মাত্রা বৃদ্ধি পাচ্ছে। বিচারপতি মোঃ আশরাফুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আলি এর ডিভিশন বেঞ্চ আজ শুনানী শেষে বায়ু দূষন বন্ধে পূর্বের নির্দেশনা সমূহ কার্যকরি করতে আরও নিম্নোক্ত নির্দেশনা প্রদান করেন।

১) ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অথরিটির ম্যানেজিং ডিরেক্টর কে ঢাকার প্রাকল পথ গাবতলি, পূর্বাচল, যাত্রাবাড়ি, কেরানীগঞ্জ, টংগী সহ বিভিন্ন এলাকায় গাড়ি থেকে পানি ছিটানোর জন্য জরুরি ভিক্তিকে ব্যবস্থা গ্রহন।
২) WASA এর ম্যানেজিং ডিরেক্টর কে বায়ু দূষন নিয়ন্ত্রনে পানি ছিটানো এর ক্ষেত্রে পানি সরবরাহে যথাযথ ব্যবস্থা গ্রহন।
৩) উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে পানি ছিটানোর সময় এমনভাবে Spray করতে হবে যাতে আইল্যান্ড থাকা ছোট গাছগুলোর উপর থেকে পানি ছিটানো হয়, সে ব্যাপারে ব্যবস্থা গ্রহন করতে হবে।

আদালত সকল নির্দেশনাগুলি প্রতিপালন করে আগামী ১ মাসের মধ্যে বিবাদীদের আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
রীট পিটিশনার হলেন এডভোকেট ছারওয়ার আহাদ চৌধুরী, এখলাছ উদ্দিন ভূঁইয়া এবং রিপন বাড়ৈ।

বাদী পক্ষে শুনানী করেন এডভোকেট মনজিল মোরসেদ, পরিবেশের পক্ষে এডভোকেট আমাতুল করিম। সরকার পক্ষে উঅএ আবদুল্লাহ মাহমুদ, দক্ষিণ সিটির পক্ষে এডভোকেট সাঈদ আহমেদ এবং উত্তর সিটির পক্ষে এডভোকেট তৌসিফ এনাম।

বার্তা প্রেরক
মনজিল মোরসেদ
তারিখঃ ০৮.০২.২০২১ইং

Quick Contact

Recent Video

Latest News View All