Call: 01711404506

Tuesday 09,2024 22:28:21 PM

  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)

HC directed to pay 15 lac taka compensation victim child of Paracetamol syrup

Posted Date: 27-05-2024 12:34:25

প্রেস বিজ্ঞপ্তি

ভেজাল প্যারাসিটামল ঔষধ সেবন করে শিশু মৃত্যুর ঘটনায় প্রত্যেক শিশুর পরিবারকে ১৫ লক্ষ টাকা করে প্রদানের জন্য ঔষধ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

২০১০ সালে মিডিয়ায় সংবাদ এর সূত্র ধরে HRPB জনস্বার্থে একটি রীট পিটিশন দায়ের করলে আদালত রুল জারি করেন এবং কয়েকটি নির্দেশনা দেন যার মধ্যে অন্যতম হল ভেজাল ঔষধ নিয়ন্ত্রণে গাইড লাইন তৈরী এবং এ্যান্টিবায়োটিক এর মান যাচাই করার জন্য ল্যাবরেটরি টেস্ট এবং মামলা দ্রুত নিষ্পত্তি। এগুলো বাস্তবায়ন হয়েছে। রুলের শুনানী দীর্ঘদিন যাবৎ হয়ে আজ মামলার রায় হয়েছে এবং রুল আংশিক এ্যবসেলিউড করে রায় দিয়ে কতিপয় নির্দেশনা দিয়েছেন। বিচারপতি মোঃ আশরাফুল কামাল এবং বিচারপতি রাজিক আল জলিল এর আদালত আজ এ রায় দেন।

শুনানীতে বাদী HRPB পক্ষে সিনিয়র এডভোকেট মনজিল মোরসেদ বলেন, নাগরিকদের মৌলিক অধিকার হল বেচে থাকার অধিকার, কিন্তু ভেজাল ঔষধ এর কারনে অনেককে মৃত্যুবরণ করতে হয়েছে। বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় ভেজাল ঔষধের ক্ষেত্রে ব্যবস্থা নেয়ার বিধান থাকলেও তা কার্যকর হয় না প্রায়ই।

আদালতের রায়ের নির্দেশনা সমূহ হলঃ—
১। ভেজাল ঔষধ নিয়ন্ত্রণে ড্রাগ অথরিটির নিস্ক্রিয়তা অবৈধ ঘোষণা
২। ভেজাল ঔষধ এর অপরাধের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা আইনের ২৫/১) ধারা অনুসারে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা।
৩। ১৯৯১ সালে ভেজাল প্যারাসিটামল সিরাপ এবং ২০০৯ সালে রীড ফার্মার প্যারাসিটামল সেবন করে ৭৬ ও ২৮ জন্য মৃত শিশুর প্রত্যেকের পরিবারকে ১৫ লক্ষ টাকা করে ড্রাগ অধিদপ্তরকে প্রদানের নির্দেশ।
৪। সংশ্লিষ্ট ব্যক্তি/কোম্পানির নিকট হইতে ড্রাগ অধিদপ্তর উক্ত অর্থ আদায় করবেন।
৫। ভেজাল ঔষধের কারণে শিশু মৃত্যুর দায় ড্রাগ অধিদপ্তর এড়াতে পারে না।
এছাড়া HRPB এর দাবীকৃত ৩১ নির্দেশনা বিবেচনার জন্য আদালত পরামর্শ দিয়েছেন।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র এডভোকেট মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন এডভোকেট রিপন বাড়ৈ, এডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া, এডভোকেট সঞ্জয় মন্ডল এবং সৈয়দা শাহিন আরা লাইলি।

বিবাদী পক্ষে ছিলেন এডভোকেট মোঃ আসাদুজ্জামান।

বার্তাপ্রেরক—
মনজিল মোরসেদ

Quick Contact

Recent Video

Latest News View All